বিশেষ প্রতিবেদক, বান্দরবান
বান্দরবানের ঘুমধুম ইউনিয়ন সীমান্তের ঘুমধুম-তুমব্রু এলাকায় খোঁজে পাওয়া অবিস্ফোরিত ২টি মর্টারশেলের বিস্ফোরণের মাধ্যমে নিস্ক্রিয় করেছে বিজিবি বিস্ফোরক টিম। রোববার সন্ধ্যার আগমুহূর্তে তুমব্রæ সড়কের দুইশগজ দূরে মর্টারশেলের গোলা দুটি নিষ্ক্রিয় করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঘুমধুম ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, গত শুক্রবার সীমান্তের তুমব্রæ এলাকায় মিয়ানমার বাহিনীর ছোড়া মর্টারশেলের অবিস্ফোরিত গোলা দুটি খোঁজে পাওয়া যায়। ঘটনাস্থল পরিদর্শন বিজিবির বিস্ফোরক টিম এসে বোমা গুলো নিস্ক্রিয় করেছে। সীমান্তে গোলাগুলির কোনো শব্দ নেই, শান্ত স্বাভাবিক পরিস্থিতি বর্তমানে।
ঘুমধুম ইউনিয়নের ২নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য দিল মোহাম্মদ ভুট্টো বলেন, সীমান্ত পরিস্থিতি মোটামুটি শান্ত। নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম, তুমব্রু, জলপাইতলী, বাইশফাঁড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে কোনো গোলাগুলি বিস্ফোরণের শব্দ শোনা যায়নি দুদিন ধরে। তবে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলেও আতঙ্ক কাটেনি মানুষের মাঝে।
এদিকে সীমান্তের ওপারে গোলাগুলি বিস্ফোরণের ঘটনা থামলেও সীমান্তে সতর্কবস্থায় রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। নজরদারি বাড়িয়েছে প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর। ঘুমধুম, তুমব্রæ, জলপাইতলী, বাইশফাড়ি, হেডম্যান পাড়া, চাকমা পাড়া সীমান্ত এলাকাগুলোতে টহল জোরদার করা হয়েছে।
স্থানীয় ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের সীমান্ত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এখন। দুদিন ধরে গোলাগুলি বিস্ফোরণের কোনো শব্দ শোনতে পাওয়া যায়নি সীমান্তের ওপারে। তবে আতঙ্কে সীমান্তবাসীরা এখনো ঠিকঠাক কাজকর্মে যাচ্ছেনা। সীমান্তবর্তী তুমব্রæ বাজারে দোকানপাট খুললেও লোকজনের আনাগোনা কম। সীমান্তের ব্যবসা বাণিজ্য জমে উঠেনি আজও।