নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৫ নং বাবুছড়া ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি হয়েছে। ৬জন প্রার্থীর মধ্যে সবচেয়ে কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী গগণ বিকাশ চাকমা চশমা প্রতীকে ৩২৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। আঞ্চলিক দলের দাপটে গগণ’র জয়ের পাশাপাশি আওয়ামীলীগ নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ না করার ফলে নৌকার ভরাডুবি বলছেন স্থানীয়রা।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানা যায়, ৫ নং বাবুছড়া ইউপি নির্বাচনে বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দীপুলাক্ষ চাকমা আনারস প্রতীকে পেয়েছেন ২৯৪৯ ভোট, ঢোল প্রতীকে ১৩৬৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন বর্তমান চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা, অটোরিক্সা প্রতীকে ১০৬৮ ভোট পেয়েছেন অলকেশ চাকমা, ঘোড়া প্রতীকে ১০৫২ ভোট পেয়েছেন নিউটন চাকমা, সবশেষে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকে ১৯৭ ভোট পেয়ে সবশেষ অবস্থানে অনুপম চাকমা।
দীঘিনালা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা শাহেনসা লতিফুল খায়ের বলেন, নিয়ম অনুযায়ী নুন্যতম ভোট পাওয়ায় নৌকার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। একইসাথে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলেও জানান তিনি।