দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালার পাঁচ ইউনিয়নের মধ্যে বাবুছড়া ইউনিয়নে সোমবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সারাদিন শান্তিপূর্ন ভোট গ্রহনের মধ্যে নির্বাচনে চশমা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী গগন বিকাশ চাকমা ওরফে গংগো বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। ভরাডুবি হয়েছে নৌকার। আঞ্চলিক রাজনৈতিক দলের প্রভাব-ই এর কারণ বলে দেখছেন আওয়ামীলীগ নেতারা।
ভোট গননা শেষে রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহেনসা লতিফুল খায়ের ফলাফল ঘোষনা করেন। সে অনুযায়ি চেয়ারম্যান পদে চশমা প্রতীকে পেয়েছেন ৩হাজার ২৩৭ ভোট। ছয়জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সর্বনি¤œ ভোট পেয়েছেন নৌকা প্রতীকে অনুপম চাকমা মাত্র ১৯৭ ভোট। নৌকা প্রতীকে এত কম ভোট পাওয়ায় আওয়ামীলীগের মধ্যে বইছে আলোচনা সমালোচনা ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সরগরম বাবুছড়া ইউনিয়নে বর্তমান সরকারের সময়ে উন্নয়ন কর্মকান্ডের পরেও এত কম ভোটের কারণে এলাকার স্থানীয় রাজনৈতিক নেতাদের নিয়ে নৈতিবাচক সমালোচনায়।
ভোটের ফলাফলে দেখা গেছে, ইউনিয়নের ৯টি কেন্দ্রে সর্বমোট ভোটার সংখ্যা ১২হাজার ৩৯০ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১০ হাজার ১১৮জন। সে অনুযায়ী ভোট পড়েছে ৮২ শতাংশ। চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থীর মধ্যে একমাত্র নৌকার প্রার্থী ব্যাতিত বাকি সকলেই ছিলেন স্বতন্ত্র প্রার্থী। ২হাজার ৯৪৯ ভোট পেয়ে বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী ছিলেন আনারস প্রতীকে দিপুলাক্ষ্য চাকমা। আর ১হাজার ৩৬৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে বর্তমান চেয়ারম্যান ঢোল প্রতীকে সন্তোষ জীবন চাকমা। অপর দুই স্বতন্ত্র প্রার্থীর একজন পেয়েছেন ১হাজার ৬৬ ভোট এবং আরেকজন ১হাজার ৫২ ভোট। কিন্তু নৌকা প্রতীকের মাত্র ১৯৭ ভোট সংখ্যাই জন্ম দিয়েছে আলোচনা-সমালোচনার। কেন্দ্র অনুযায়ী এ ভোট সংখ্যা আরো আলোচনা বাড়িয়েছে।
৯টি ওয়ার্ডে ৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন হয়েছে। এর মধ্যে ১৯৭ ভোটের ১৬৪ ভোট পেয়েছে ১নং ওয়ার্ড কেন্দ্রে (দক্ষিন বাবুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়)। বাকি ৮ কেন্দ্রে নৌকা পেয়েছে মাত্র ৩৩ ভোট। সেগুলো ৩নং, ৫নং ও ৬নং ওয়ার্ডে ১ভোট করে, ৮নং ও ৯নং ওয়ার্ডে ২ভোট করে এবং ২নং ওয়ার্ডে ৬ভোট, ৪নং ওয়ার্ডে ১৫ভোট ও ৭নং ওয়ার্ডে ৫ভোট।
নৌকা প্রতীকে এত কম ভোট পাওয়া নিয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিদ্যুত বরন চাকমা বলেন, ‘আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর আধপিত্য বিস্তারের কারণে ইউনিয়নটিতে আঞ্চলিক সংগঠনের প্রভাব বেশি। সে প্রভাবের কারণেই নৌকার ফলাফলে এত বিপর্যয় হয়েছে।’
বাবুছড়ায় ভরাডুবির কারণ ‘আঞ্চলিক দল’,বলছেন আওয়ামীলীগ নেতারা
খাগড়াছড়ি
2 Mins Read
Previous Articleখাগড়াছড়িতে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষ, আহত অনেকেই
Next Article রাঙামাটি বিএনপি’র নির্ঝঞ্জাট পদযাত্রা
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.