জয়নাল আবেদীন, কাউখালী,
সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কাউখালী উপজেলা যুবলীগ। রবিবার বিকেলে উপজেলার পোয়াপাড়া স্কুলমাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাব চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ করে।
মিছিলের নেতৃত্ব দেন উপজেলা যুবলীগের সভাপতি অভিমং চৌধুরী ও সাধারন সম্পাদক নাজিম উদ্দীন।
বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ নেতারা বলেন, বিএনপি-জামায়াত আগামী সংসদ নির্বাচন বাঞ্চাল করতে ষড়যন্ত্র শুরু করেছে। তারা আবারো আগুন সন্ত্রাস সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করছে। তাদের সকল ষড়যন্ত্র যুবলীগ নেতাকর্মীরা রুখে দেওয়ার ঘোষণা দেন সমাবেশ থেকে।
এসময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যাজাং মারমা,সহ-সভাপতি মোঃ বেলালউদ্দীন,কলমপতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইমামউদ্দীন,উপজেলা যুবলীগের সভাপতি অভিমং চৌধুরী,সাধারন সম্পাদক নাজিমউদ্দীন, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন হামিদ মঞ্জু,উপজেলা ছাত্রলীগের সভাপতি থুইশি প্রু মারমা,সাধারন সম্পাদক মোঃ শাহীন আলম অভিসহ আরো অনেকে।