রাঙামাটিতে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা
নিজস্ব প্রতিবেদক
‘প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের সকল জাতীয় কর্মসূচি বাস্তবায়নে শৃঙ্খলার দায়িত্ব পালনের পাশাপাশি নেতাকর্মীরা বিএনপি-জামাত জোট সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলা,১/১১’র সেনা সমর্থিত অবৈধ তত্ত্বাবধায়ক সরকার কতৃর্ক দেশরতœ শেখ হাসিনা’কে গ্রেফতারের পর নেতাকর্মীরা নেত্রীর মুক্তির দাবীতেও সোচ্চার হয়েছিলো।’
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচীতে এইসব কথা বলেছেন উপস্থিত অতিথিরা। এইসময় আলোচকরা বিএনপি জামাতের ভাংচুর ধ্বংসযঞ্জ ও রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে যেকোন অপকর্ম মোকাবেলায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
বিএনপি-জামাতের তান্ডবে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং বিপুলসংখ্যক আহত নেতাকর্মীর সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক রাঙামাটি জেলা শাখা এবং পৌর ও সদর উপজেলা কমিটি।
বাংলাদেশ আওয়াামী স্বেচ্ছাসেবক লীগ রাঙামাটি জেলা শাখার সভাপতি শাওয়াল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাঙামাটি জেলা শাখার সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর।
এতে আরো বক্তব্য রাখেন রাঙামাটি জেলা ছাত্রলীগ সভাপতি রনি হোসেন, স্বেচ্ছাসেবক লীগ শহর শাখার সদস্য সচিব দেবাশীষ পালিত রাজা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রমেশ মার্মা, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম,জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক মোহাম্মদ শাহজাহান, জেলা যুবলীগ সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা যুব মহিলা লীগ সভাপতি রোকেয়া আকতার, জেলা মৎস্যজীবী লীগ সভাপতি উদয়ন বড়ুয়া। আলোচনা সভার সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া।
আলোচনা সভা শেষে সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।