বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বন্যাকবলিত ফেনীর মানুষদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। কর্ণফুলী রেজিমেন্টের উদ্যোগে খুলশি এবং চট্টগ্রাম এর এলাকাবাসীর দ্বারা প্রদান করা বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী সংগ্রহ করে তা মিরসরাই এর আর্মি ক্যাম্প এ পৌঁছে দেয়া হয়।
বিতরণ কর্মসূচিতে বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল লোকমান, ব্যাটালিয়ন এ্ডজুটেন্ট মেজর রাফি, ৫৭ বিএনসিসি স্কোয়াড্রনের অধিনায়ক আবেদিন, রেজিমেন্টের সৈনিক এবং ক্যাডেট উপস্থিত ছিলেন। ত্রাণ সামগ্রীর মধ্যে শুকনো খাবার (বিস্কিট,মুড়ি,গুড়,চিরা, পানি ইত্যাদি), পানীয়, ওষুধ, কাপড় এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি অন্তর্ভুক্ত ছিল। বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্ট এর ক্যাডেটগণ ত্রাণ সামগ্রী সংগ্রহ ও প্রস্তুতকরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। উক্ত ত্রাণ সামগ্রী মিরসরাই আর্মি ক্যাম্প এর অফিসার ক্যাপটেন হিমেল এবং লেফটেন্যান্ট ইসতিয়াক কে বুঝিয়ে দেয়া হয়।
কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার বলেছেন, “বন্যাকবলিত মানুষদের সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আশা করি এই ত্রাণ সামগ্রী তাদের দুঃখ কষ্ট কিছুটা হলেও কমাতে সাহায্য করবে।” ( প্রেস বিজ্ঞপ্তি)