বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) লাম্বার প্রসেসিং কমপ্লেক্স ইউনিট পরিদর্শন করেছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার।
এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সিনিয়র অধ্যাপক প্রফেসর রুহুল আমিন, বিএফআইডিসি কাপ্তাই সহ মহা-ব্যবস্থাপক তীর্থজিৎ রায়, রাবিপ্রবির উপাচার্যে একান্ত সচিব নৃপেন চাকমা সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শন কালে উপাচার্য মহোদয় উন্নত ও টেকসই আসবাবপত্র তৈরির ওয়াটার স্প্রে বুথ, ভার্টিক্যাল বেল্ট সেত্তার মেশিন সহ উন্নত প্রযুক্তির বিভিন্ন মেশিনারিজের মাধ্যমে বৈজ্ঞানিক উপায়ে কিভাবে টিটেড ও সিজন্ড করা কাঠ দিয়ে দীর্ঘস্থায়ী ও উন্নতমানের আসবাবপত্র তৈরি করা হয় তা পর্যবেক্ষণ করেন।
এসময় তিনি, যুগের সাথে তালমিলিয়ে বিএফআইডিসি প্রতিষ্ঠানের নান্দনিক ও ক্রেতা সাধারণের পছন্দসই তৈরি আসবাবপত্র সমূহের গুণগত মান ও কারখানার সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। একই সাথে সরকারি প্রতিষ্ঠানটির ভবিষ্যতে আরো লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে এ আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শন শেষে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন, কাপ্তাই শাখা সহমহা ব্যবস্থাপক উক্ত প্রতিষ্ঠানটির তৈরি কাঠের নকশায় ও খোদাই করা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উপাহার দেন।(বিজ্ঞপ্তি)