বিশেষ প্রতিবেদক, বান্দরবান
বান্দরবানের রুমা উপজেলায় সীমান্তবর্তী উমবাক্ক পাড়া এলাকায় পাহাড়ের ঢালুতে চাষ করা একশ ১৫ একর নিষিদ্ধ পপি বাগান ধ্বংস করেছে বিজিবি। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, জেলার রুমা উপজেলার সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ড ওয়ার্ডের বগামুখপাড়ার এলাকায় সীমান্তবর্তী উমবাক্ক পাড়া পাহাড়ের ঢালুতে নিষিদ্ধ মাদকদ্রব্য পপি চাষ করে সশস্ত্র সন্ত্রাসীরা। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রুমা ব্যাটালিয়নের একটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে চাষ করা একশ ১৫ একর নিষিদ্ধ পপি বাগান ধ্বংস করেছে। এসময় বিজিবি সদস্যরা পপি বাগানটি ধংসের পর আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয়।
বিষয়টি নিশ্চিত করে রুমা ব্যাটেলিয়ানের ক্যাপ্টেন ওয়াজেদুল মাহমুদ আসিফ জানান, পাহাড়ে চাষকৃত প্রায় ১১৫ একর জমির পপিক্ষেতের গাছ, ফুল ও ফল স্থানীয়দের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা পপির পরিমাণ প্রায় তিন হাজার কেজির মত। যার আনুমানিক বাজারমূল্য সাড়ে ২১ কোটি টাকার বেশি হবে ধারণা করা হচ্ছে। দুর্গম পার্বত্য এলাকায় মাদক চোরাচালান নির্মূল দমনে বিজিবি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ বিজিবির এ ধরণের মাদক নির্মূল অভিযান অব্যাহত থাকবে।