সেক্টর কমান্ডার, বিজিবি রাঙামাটি এবং ডিআইজি বিএসএফ, আইজল সেক্টর, ভারত এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সভা ছোটহরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) ত্রিপুরাঘাট বিওপির বিপরীতে শিলকর-১ বিএসএফ বিওপির সন্নিকটে ভারতের অভ্যন্তরে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অবৈধ অনুপ্রবেশসহ মাদকদ্রব্য ও অবৈধ মালামাল চোরাচালান নিরোধ এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে বিষদ আলোচনা হয়। এছাড়াও সীমান্তে সার্বক্ষণিক স্বাভাবিক পরিস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রকার কার্যক্রম গ্রহণের বিষয়ে বিজিবি-বিএসএফ উভয় পক্ষ একমত পোষণ করেন।
সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন রাঙামাটি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার লতিফ খান, বিপিএম (বার), পিএসসি এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ আইজল সেক্টরের ডিআইজি কল্যাণ কান্তি মজুমদার, পিএমএমএস। এছাড়াও বাংলাদেশের পক্ষে চার অধিনায়ক ও তিন স্টাফ অফিসারসহ মোট সাতজন এবং বিএসএফের পক্ষে তিন কমান্ড্যান্ট ও দুই স্টাফ অফিসারসহ মোট পাঁচজন উক্ত সভায় অংশগ্রহণ করেন। বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে দুপুর দুইটায় সভা শেষ হয়।(বিজ্ঞপ্তি)