বাঘাইছড়ি প্রতিনিধি
বাঘাইছড়ি পৌরসভার ৮ নং ওয়ার্ডস্থ জীবঙ্গছড়া (বাবুপাড়া) স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিঝু উৎসব উপলক্ষে ১৬ তম বিঝু মেলা এর সমাপনী, পুরাস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) আয়োজিত অনুষ্ঠানে বিঝু মেলা উদযাপন কমিটির সদস্য সচিব পুষ্প কিরণ চাকমার সঞ্চালনায় সভাপতিত্ব করেন কাচালং সরকারী কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের জোন অধিনায়ক(ভারপ্রাপ্ত) মেজর মোঃ খন্দকার নুর উদ্দিন। বিশেষ অতিথিদের মধ্যে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বৃষকেতু চাকমা, বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাগরিকা চাকমা, মারিশ্যা ইউপি চেয়ারম্যান আপন চাকমা সহ স্থানী গণ্যামান্য ব্যক্তি উপস্থিত ছিলেন |
জীবঙ্গছড়া স্পোর্টিং ক্লাবের ১৬ তম বিজু উৎসব বাস্তবায়ন কমিটির আহবায়ক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুবেল চাকমার নেতৃত্বে ও অর্থায়নে ৮ নং ওয়ার্ড সহ উপজেলার বিভিন্ন এলাকার জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঐতিহ্যবাহী বলি খেলা সহ মোট ৩৪ খেলা পরিচালিত হয়। বলি খেলা দেখার জন্য হাজারো দর্শকের সমাগম হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা জীবঙ্গছড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিজু উৎসব উপলক্ষে খেলাধুলার আয়োজন করায় ব্যাপক প্রশংসা করেন, নিজের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার জন্য আহবান জানান বক্তারা।