মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করেছে রাঙামাটি সচেতন নাগরিক কমিটি (সনাক)। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি)র সহযোগিতায় সনাক ও সনাকের সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এ্যান্ড সাপোর্ট (ইয়েস), ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপ ও স্বজন এর অংশগ্রহণে কর্মসূচীতে ছিল-ভোর ৭টায় রাঙামাটি প্রেস ক্লাব থেকে র্যালি সহকারে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, সকাল ১১টায় আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীদের নিয়ে রচনা প্রতিযোগিতা, রচনার বিষয় বস্তু যার বিষয় ছিলো ‘সম্পদের অসম বন্টন দুর্নীতির মূল কারণ’। রচনা প্রতিযোগিতায় রাঙ্গামাটি সরকারি কলেজ, রাঙামাটি সরকারি মহিলা কলেজ, রাঙামাটি বি.এম ইনিস্টিটিউট এবং রাঙামাটি কৃষি গবেষণা ইনিস্টিটিউট এর ২০ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন।
বিকাল ৪টায় একই স্থানে ”দুর্নীতি বিজয়ের চেতনায় পরিপন্থি”- চাই স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর দুর্নীতি দমন কমিশন-এ শ্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস ও আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে টিআইবি ও সনাক এক আলোচনা সভা আয়োজন করে। আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস ৯ ডিসেম্বর হলেও দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেদিন পালন করা সম্ভব হয়নি এজন্য বিজয় দিবসের দিন দিবসটি পালন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ ও সনাকের শিক্ষা উপকমিটির সভাপতি এবং সনাক সদস্য বাঞ্চিতা চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ। বিকাল ৪:৩১টার সময় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সনাকের সহসভাপতি এ্যাডভোকেট সুস্মিতা চাকমা। এছাড়া বক্তব্য দেন সনাক সদস্য চাঁদ রায়, অমলেন্দু হাওলাদার, উন্নয়নকর্মী অম্লান চাকমা, এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের আহ্বায়ক বিজয় কেতন চাকমা।
বক্তারা দেশে দুর্নীতি রোধে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস মহিলা চেয়ারম্যান মিনতি চাকমা,সনাকের সভাপতি মিস নিরূপা দেওয়ান। আলোচনা সভা শেষে পরিবেশন করা হয় এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি শিল্পীদের পাশাপাশি গান পরিবেশন করেন ইয়েস সদস্য সাবিত্রী চক্রবর্তী ও রেজাউর রশিদ পাপ্পু। আদিবাসী গান নিয়ে নৃত্য পরিবেশন করেন সুখী চাকমা ও ঋতুপর্না চাকমা। এছাড়া ইয়েস নাট্যদলের সদস্যরা দুর্নীতি বিরোধী নাটক পরিবেশন করেন।
বিজয় দিবস পালন করলো রাঙামাটি সনাক
পার্বত্য উন্নয়ন
2 Mins Read
Previous Articleপানছড়িতে ‘মানসম্মত শিক্ষার জন্য তৃণমূল উদ্যোগ’
Next Article দূরগ্রামে ঐতিহ্যবাহী খেলাধূলার জমাট আসর
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.