এস এম জিয়াউদ্দীন জুয়েল,আলীকদম
আলীকদম উপজেলার পশ্চিম বাজার পাড়ার জিয়া বোড়িং (আবাসিক) হোটেল থেকে বিদেশি মদ, গাঁজা, বিদেশি সিগারেট ও নগদ দেশি-বিদেশি টাকা সহ আতিকুর রহমান নামের একজনকে আটক করেছে, বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (২৬ জুলাই) দুপুর বারোটার দিকে, আলীকদম সেনা জোনের (৩১বীর) আওতাধীন, ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড, পশ্চিম বাজার পাড়ার জিয়া বোড়িংয়ে ক্যাপ্টেন মাজহারুল ইসলামের নেতৃত্বে (সি-টাইপ টহল) অভিযান পরিচালনা করে ১১ বোতল বিদেশী মদ উদ্ধার করে, যাহার আনুমানিক মূল্য চল্লিশ হাজার টাকা। এছাড়াও গাঁজা ১০০গ্রাম, ২১১৪৫ টাকা, ৬২০০০(কিয়াট) মায়ানমারের টাকা, বার্মিজ সিগারেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয় তার কাছ থেকে।
আটককৃত ব্যক্তি উপজেলার পশ্চিম বাজার পাড়ার মৃত আব্দুস সালাম সওদাগরের ছেলে, আতিকুর রহমান(৩৫)। তিনি আবাসিক হোটেলে আড়ালে দীর্ঘদিন যাবত মাদক সরবরাহ করে উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলে জানিয়েছে আইন শৃংখলা রক্ষাবাহিনী।
গোয়েন্দা সূত্রের ভিত্তিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবৃন্দ ও আসামির পরিবারের সদস্যদের উপস্থিততে এবং ক্যাপ্টেন মাজহারুল ইসলাম এর নেতৃত্বে ভিকটিম এর বাড়ি তল্লাশি করা হয় বলে জানিয়েছেন তারা।
আটককৃত অবৈধ মালামাল ও আসামিকে তার পরিবারের সদস্য সাদ্দাম হোসেন(ছোট ভাই) এর উপস্থিতিতে আলীকদম থানা প্রতিনিধি এসআই ফয়সাল এর নিকট অক্ষত অবস্থায় হস্তান্তর করা হয়।
আলীকদম থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার জানিয়েছেন, আটক আতিকুর রহমানের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা প্রক্রিয়াধীন।