হেফাজত সবুজ
আগামী ১৫ মে তারিখের মধ্যে রাঙামাটির সকল বিপনী বিতানকে অগ্নি নির্বাপন সরঞ্জামের ব্যবস্থা নিশ্চিত, মার্কেটে ঝুলে থাকা বৈদ্যুতিক তার অপসারন ও প্রতিটি মার্কেটে সিসিটিভি ক্যামেরা লাগানোর কঠোর নির্দেশনা দিয়েছে রাঙামাটির প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে শহরের বিভিন্ন মার্কেট পরিদর্শন করে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ এ নির্দেশনা দিয়েছেন। এসময় ফায়ারসার্ভিস,বিদ্যুৎ বিভাগ’র শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
১৫ মে’র মধ্যেই অগ্নিনির্বাপনসামগ্রী ও সিসি ক্যামেরা স্থাপন করতে হবে,সড়াতে হবে ঝুলে থাকা তারও
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, ব্যবসায়ীদের সচেতন করতে আমরা রাঙামাটি বিভিন্ন মার্কেট পরিদর্শন করেছি। অধিকাংশ দোকানে আমরা অগ্নিনির্বাপক সরঞ্জাম দেখতে পাইনি, এটা অত্যান্ত দুঃখজনক। আমরা তাদের সময় দিয়েছি।
তিনি বলেন, আগামী ১৫ মে এর মধ্যে অগ্নিনির্বাপক সরঞ্জামের ব্যবস্থা করা, মার্কেটে ঝুলে থাকা বৈদ্যুতিক তার অপসারণ ও মার্কেট সমূহে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য নির্দেশনা দিয়েছি। আমরা আবার আসব, যদি এসব ব্যবস্থার কোন একটিও যদি না করা হয়, তখন ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।