নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি জেলায় বিলাইছড়ি উপজেলার পাংখোয়া পাড়ায় অগ্নিকান্ডে দুই বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এসময় ঘরের মালামাল বের করতে গিয়ে এক মহিলা অগ্নিদগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। বিলাইছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার চুয়ানলেই পাংখোয়া অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত-রাত ৩টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। আর মুর্হুতেই আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে দুইটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সূত্রপাত তাৎক্ষণিক জানা যায়নি। ধারণা করা হচ্ছে মাটির তৈরি রান্নার চুলা হতে আগুনের সূত্রপাত হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে একজন হলো নিয়ানখুপ পাংখোয়া, পিতা-চংজামলৌ পাংখোয়া ও লালফাক জোয়াল পাংখোয়া, পিতা-চিয়ালখুপ পাংখোয়া। অগ্নিকান্ডের সময় তাদের ঘরের মালামাল বের করতে গিয়ে লমতে পাংখোয়া নামে একজন মহিলা অগ্নিদগ্ধ হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আগুনে তাঁর শরীরের ১০ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।