পুষ্প মোহন চাকমা, বিলাইছড়ি ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিলাইছড়ি উপজেলায় ২৯৯ আসনের নৌকার প্রার্থী দীপংকর তালুকদারের নির্বাচনী ইশতেহার ও লিফলেট প্রচার এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিলাইছড়ি বাজারে ভোটারদের কাছে নির্বাচনী ইশতেহার ও লিফলেট বিতরণ শেষে উপজেলা আওয়ামীলীগ অফিস প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় দ্বাদশ জাতীয় সংসদের নৌকাপ্রার্থী দীপংকর তালুকদার তাঁর নির্ববাচনী ইশতেহার ব্যক্ত করেন এবং আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অভয় প্রকাশ চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অংসসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, জেলা প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল। সভাপতিত্ব করেন বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা।
পথসভা শেষে পাংখোযাপাড়ায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দীপংকর তালুকদার। সেখানে পায়রা উড়িয়ে বড়দিন উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।
পরে বিকেলে উপজেলার ২নং কেংড়াছড়ি ইউনিয়নের কেংড়াছড়ি বাজারে একটি পথসভা শেষে রাঙামাটি উদ্দেশে প্রস্থান করেন এমপি দীপংকর তালুকদার।