বিলাইছড়ি প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি সংসদীয় আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার এমপি পঞ্চমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে গণসংবর্ধনা ও পাঁচ শতাধিক দরিদ্র অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিলাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সংসদীয় আসনের পুনর্নির্বাচিত সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, কর্মীদের সক্রিয় কাজের ফলশ্রæতিতে এবং জনগণ পাশে থাকায় আমাদের বিজয় হয়েছে। এই বিজয় গণতন্ত্রের বিজয় এবং অসাম্প্রদায়িক শক্তি ও চেতনার বিজয়। এছাড়া তিনি জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রæতি বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
এসময় রাঙামাটি জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরী, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি শীলা রায়, সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়াপাড়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুকুমার চক্রবর্তী। সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম শাহীদুল ইসলাম। আলোচনা সভা শেষে উপজেলার পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।