বিলাইছড়ি প্রতিনিধি ॥
নবাগত বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সাথে মতবিনিময় করেছেন বিলাইছড়ি উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। রবিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি পুষ্প মোহন চাকমা, সাধারণ সম্পাদক সুজন কুমার তঞ্চঙ্গ্যা ও অর্থ সম্পাদক অসীম চাকমা।
মতবিনিময়কালে উপজেলার শিক্ষা, যোগাযোগ ও সাম্প্রতিক বন্যাবিপর্যস্তসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের মাঝে অন্তঃদ্বন্দ্ব থাকলে শিক্ষার্থীদের শিক্ষাদান বাধাগ্রস্ত হয়। শিক্ষা বিষয়ে যথা সম্ভব নজর রাখবো।