মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত ‘পার্ল’ প্রকল্পের অধীনে বিলাইছড়ির মেরাংছড়া কমিউনিটি সেন্টারে বেগেনাছড়ি পাড়ার এগারটি দুঃস্থ পরিবারকে মঙ্গলবার ছাগল বিতরণের মধ্যদিয়ে ছাগল, শুকর, শাক সবজি বীজ ও চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছে রাঙামাটি পার্বত্য জেলার স্থানীয় এনজিও সংস্থা ‘সিআইপিডি’। এ কার্যক্রমের দাতাসংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার জাহেদ হাসান এসময় উপস্থিত ছিলেন।
প্রকল্পের মনিটরিং এন্ড ইভ্যালিউয়েশন অফিসার সঞ্চয় দত্ত চাকমার সঞ্চালনায় এবং সিআইপিডি’র নির্বাহী পরিচালক জনলাল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমরজীব চাকমা, মানুষের জন্য ফাউন্ডেশনের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার জাহেদ হাসান, সিআইপিডি’র প্রকল্প সমন্বয়কারী দয়াল কান্তি চাকমা, ইউপি ওয়ার্ড মেম্বার জ্ঞান রঞ্জন তালুকদার, স্থানীয় মৌজা প্রতিনিধি মাহা অং কার্বারী, গ্রাম সুরক্ষা কমিটি (জিএসকে)’র সাধারণ সম্পাদক বিশাল চাকমা, সিআইপিডি’র কমিউনিটি মোবিলাইজার (সিএম) সুজন কুমার তঞ্চঙ্গ্যা ও মঞ্জুরানী দেওয়ান প্রমুখ।
এনজিওটি জানিয়েছে, ইতোমধ্যে ৭১ জনকে ছাগল ও শুকর পালন, ১৭৫ জনকে শাক সবজি চাষ ও ২৭৫ জনকে ফলজ চারা রোপন ও পরিচর্যা ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ দেয়া হয়েছে। এদের প্রত্যেক পরিবারকে পর্যায়ক্রমে ছাগল, শুকর শাক সবজি বীজ ও ফলজ চারা বিতরণ করা হবে।
বিলাইছড়িতে সিআইপিডি’র ছাগল বিতরণ
পার্বত্য উন্নয়ন
1 Min Read
Previous Articleপার্বত্য চট্টগ্রামে কাজ করতে আগ্রহী জাইকা
Next Article হাসপাতাল ১০০ শয্যার হলেও অবকাঠামো এখনো ৫০ শয্যারই !
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.