রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার একমাত্র মাধ্যমিক বিদ্যাপীঠ বিলাইছড়ি মডেল হাই স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটি রোববার সকালে নিজস্ব স্কুল ভবনে অনুষ্ঠিত এক সভায় পুনর্গঠন করা হয়েছে।
স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম এর সঞ্চালনায় নির্বাচিত প্যানেলের ছাত্র অভিবাবক ভদ্রসেন চাকমার সভাপতিত্বে স্কুল ব্যবস্থাপনা কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়।
ছাত্র অভিবাবক জয়তন তঞ্চঙ্গ্যার প্রস্তাবনা ও অভিবাবক সুমি বড়ুয়ার সমর্থনে অন্য সদস্যদের সর্বসম্মতিক্রমে কমিটির সভাপতি নির্বাচিত হন ছাত্র অভিবাবক চন্দ্রলাল চাকমা (রাহুল)। দাতা সদস্য এবং স্কুল প্রতিষ্ঠাতা সদস্য না থাকায় ওই পদ দু’টি শূন্য থেকে যায়। ফলে ১০ সদস্য বিশিষ্ট স্কুল ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন ছাত্র অভিবাবক জয়তন তঞ্চঙ্গ্যা, ভদ্রসেন চাকমা, প্রেম বিকাশ চাকমা। শিক্ষক প্রতিনিধি সদস্য নির্বাচিত হন, শিক্ষক প্রণব কুমার নাথ, মোঃ কামরুল হাসান ও সুপ্রিয়া দে। গঠনতন্ত্র মোতাবেক কমিটির প্রথম অধিবেশনে বিদ্যোৎসাহী পদটি পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে নির্বাচনী সভায় সদস্য সচিব মোঃ নুরুল ইসলাম জানান।