এস এম জুয়েল, আলীকদম
বান্দরবানের আলীকদমে নিরাপদ পানির অভাবে সংকটাপন্ন হয়ে পড়েছে জনজীবন। উপজেলায় সর্বত্র বিশুদ্ধ পানির জন্য হাহাকার অবস্থা বিরাজ করছে। রিংওয়েল, নলকূপ, কুয়া, পুকুর ও ডোবা শুকিয়ে যাচ্ছে। পানির জন্য ছুটছে মানুষ দিঘি ও নদীর দিক। জনস্বাস্থ্য প্রকৌশল অফিস থেকে অকেজো রিংওয়েলগুলি সংস্কার ও নতুন রিংওয়েল নির্মাণের কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার পানবাজার, উত্তর পালং পাড়া, ভারত মোহন পাড়া, মহলু পাড়া, পূর্ব পালং পাড়া, দক্ষিণ পূর্ব পালং পাড়া, সিলেটি পাড়া, দানু সর্দার পাড়া, বাসটার্মিনাল এলাকা, মোস্তাক পাড়া, ঠান্ডা মিয়া পাড়া, থানা পাড়া, ছাবের মিয়া পাড়া, নয়াপাড়া, রোয়াম্ভূ, রেপারপাড়া, ১নং পূর্ণবাসনসহ দূর্গম পাহাড়ী পল্লীতে সর্বত্র এখন বিশুদ্ধ পানির সংকট চলছে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নারী পুরুষ দল বেধেঁ পানির জন্য ছুটে চলে।
যেসব নলকূপ রিংওয়েল কুয়ায় পানি মেলে তাও যৎসামান্য। আবার ওইসব উৎস থেকে পানি সংগ্রহে দীর্ঘ লাইন টেনে অনেকে পানি না পেয়ে খালি হাতে ফিরে যায়। তীব্র তাপদাহে শুকিয়ে যাচ্ছে সকল নিরাপদ পানির উৎস। সম্ভাব্য স্থানে পানির সন্ধানে কুয়া কুড়েও এক কলসি পানি মেলানো দায়ভার হয়ে পড়েছে। কিন্তু ওইসব উৎস থেকে পানি পেলেও তা নিরাপদ নয় বলে স্বাস্থ্য বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। দূর্গম পাহাড়ী পল্লীতে পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। ছড়ার দূষিত পানিতে চলছে তাদের দিন যাপন। দূষিত পানি খেয়ে পেঠের পীড়ায় আক্রান্ত হয়ে পড়ছে মানুষ।