বিশেষ প্রতিবেদক, বান্দরবান
বান্দরবান জেলায় বিগত আওয়ামীলীগ সরকারের আমলে বিশেষ সুবিধা নেয়া ৩২ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জানিয়েছে বান্দরবান বিএনপি’র একাংশ। বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার বরাবরে এক স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. ওসমান গণি, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. মুজিবুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, জেলা যুবদলের সাবেক সভাপতি সভাপতি মশিউর রহমান মিঠুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী হায়দার বাবলু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাবিকুর রহমান জুয়েল উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়- ‘স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বীর বাহাদুর উশৈসিং একাধারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রীসহ দীর্ঘ ১৫ বছর সরকারের বিভিন্ন দায়িত্ব পালনকালে তিনি তার নিজ সংসদীয় আসন বান্দরবান জেলাকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেন। এছাড়াও তার নেতাকর্মীদের মাধ্যমে তিনি প্রতিটি টেন্ডার নিয়ন্ত্রণসহ বিভিন্ন দুর্নীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। যার ফলে আওয়ামীলীগের অসংখ্য নেতাকর্মী ভুঁইফোড় কোটিপতি জন্ম নিয়েছে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ সকল দুর্নীতিবাজ ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’