হেফাজত সবুজ
‘সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার’ এই প্রতিপাদ্যে মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাঙামাটিতে। রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা রাঙামাটির জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী, জাতীয় মানবাধিকার কমিশন রাঙামাটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপ-পরিচালক জেলা তথ্য অফিস আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্ব নেতারা এই পৃথিবীকে একটা ক্লাবে পরিণত করেছে। কে কার তলে থাকবে, কে কার সাথে আছে সেটা দেখে মানবাধিকারের ছবক দেয়া হয়। আমেরিকা বলছে ইউক্রেনের মানবাধিকার লংঘন হচ্ছে। আবর তারাই প্যালেস্টাইনের ক্ষেত্রে ইসরাইলের পক্ষ অবলম্বন করে। রাশিয়ার ক্ষেত্রেও তাই। এসব বিশ্ব মোড়লদের কারণেই মানবাধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না।
বক্তারা আরও বলেন পৃথিবীর যে কোন দেশের তুলনায় আমাদের দেশের মানবাধিকার পরিস্থিতি অনেক ভালো আছে। তবে মানবাধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রের সাথে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।