আরমান খান, লংগদু ।।
‘শান্তির জন্য পদক্ষেপ বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের উচ্চাকাঙ্ক্ষা’ প্রতিপাদ্য বিষয়ে বিশ্ব শান্তি দিবস উপলক্ষে লংগদুতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে লংগদু সরকারি মডেল ডিগ্রী কলেজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় । লংগদু উপজেলার লোকাল ভলান্টিয়ার মেডিয়েটর্স ফোরাম (এলভিএমএফ) এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আজগর আলী। প্রভাষক অমিত কুমার দাস এর পরিচালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার, ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, প্রভাষক হারুনুর রশিদ প্রমূখ।
বক্তারা বলেন, বিশ্ব আজ এক অশান্ত পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করছে। একদিকে ইউক্রেন রাশিয়া অন্যদিকে ইজরায়েল ফিলিস্তিন যুদ্ধ পুরো বিশ্বকে নানামূখী সংকটে ফেলেছে। এই সংকট মোকাবেলায় বিবেকবান মানুষকে এগিয়ে আসতে হবে। মানবাধিকার লংঘনের বিরুদ্ধে দেশে দেশে শান্তির জন্য আওয়াজ তুলতে হবে। পৃথিবীর যে প্রান্তেই মানবাধিকার লংঘিত হবে সেখানেই বিবেকবান মানুষের প্রতিবাদ অব্যাহত রাখার আহবান করেন বক্তারা।
বক্তারা আরো বলেন, প্রতিবেশি দেশ মায়ানমারের দশ লক্ষ রোহিঙ্গা শরনার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশের সরকার এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। যা শান্তিকামী বিশ্ববাসীর কাছে খুবই প্রশংসনীয় উদ্যোগ। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য শান্তিচুক্তি এক ঐতিহাসিক চুক্তি ছিল। যার ফলে পাহাড়ের উন্নয়ন বেগবান হয়েছে। শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখা সহ এখানে বসবাসরত সকল সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান করেন বক্তারা।
আলোচনা সভায় লংগদু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম চাকমা বলি, কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান আবদুল বারেক দেওয়ান, প্রভাষক মুসা তালুকদার, প্রভাষক শফিউল হুদা, প্রভাষক আনোয়ার হোসেন, ওসমান গনি, রোকেয়া বেগম, ড. ঈসা কাদেরী, খন্দকার হাসান আলী, এ,কে,এম, আব্দুল হামিদ ভূঞা, তাসলিমা বেগম, মৌসুমী পারভিন, আব্দুর রাজ্জাক, নূর মোহাম্মদ, ফজলুন নাহার, বজলুর রহমান ও সাংবাদিক ওমর ফারুক মুছা উপস্তিত ছিলেন।
সভাশেষে কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শান্তি র্যালি বের করা হয়। র্যালিটি কলেজের প্রধান সড়ক ঘুরে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।