হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর প্রাণের উৎসব ‘’বিষু’’ কে সামনে রেখে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা, রাজস্থলী অঞ্চল কমিটি ও বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম রাজস্থলী শাখা’র উদ্যোগে উপজেলার বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঐতিহ্যবাহী ঘিলাখেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দীপ্তিময় তালুকদার।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা। বিষু উদযাপন কমিটির আহ্বায়ক নন্দীয় তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, অজিত কুমার তঞ্চঙ্গ্যা, বাতকসের কাপ্তাই অঞ্চল কমিটির নেতৃবৃন্দ। বিষু উদযাপন কমিটির সদস্য সচিব উজ্জল কুমার তঞ্চঙ্গ্যা সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাতকস রাজস্থলী অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক শাক্যমিত্র তঞ্চঙ্গ্যা।
আয়োজকরা জানায়, এই টুর্নামেন্টে নকআউট পদ্ধতিতে মোট ২০টি দল অংশ নিচ্ছে এবং আগামী ১৩ এপ্রিল মূল বিষুতে ফাইনাল ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শেষ হবে বলে জানানো হয়।