রাঙামাটি বিসিক শিল্প মালিক সমিতি লিমিটেডের আলোচনা সভা ও কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটির হোটেল সুফিয়ায় বিসিক শিল্প মালিকদের আয়োজনে মানিকছড়ি বিসিক শিল্প এলাকার উন্নয়ন বিষয়ক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিসিক শিল্প মালিকদের উপস্থিতিতে রাঙামাটি বিসিক শিল্প মালিক সমিতি লিমিটেডে মোঃ সাইফুল ইসলামকে সভাপতি, তপন কান্তি পালকে সাধারণ সম্পাদক ও সুব্রত দে’কে অর্থ সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
সমিতির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাইদুল হক টিপু, সহ-সাধারণ সম্পাদক মোঃ ছগির আহম্মদ, সাংগঠনিক সম্পাদক মিঠুন সাহা, প্রচার সম্পাদক মোঃ রাজা মিয়া, দপ্তর সম্পাদক মোঃ রায়হান উদ্দীন, সদস্য মোঃ সৈয়দুল হক খান, মোঃ আবুল খায়ের।
এর আগে আলোচনা সভায় বিসিক শিল্প মালিক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিসিক শিল্প মালিকগণ বক্তব্য রাখেন। এতে বিসিক শিল্প মালিকরা পাহাড়ে বৃহৎ শিল্প স্থাপনে আগ্রহ প্রকাশ করেন এবং রাঙামাটির জেলা পরিষদ ও জেলা প্রশাসনসহ পাহাড়ে বৃহৎ শিল্প স্থাপনের জন্য বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা কামনা করেন।