মিশু মল্লিক।
বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম স্মৃতি সংসদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি বরুণ বিকাশ দেওয়ান। টুর্নামেন্টের সদস্য সচিব অজিত শীলের সঞ্চালনায় ও আহবায়ক নিরুপম ত্রিপুরার সভাপতিত্বে শহরের মাঝেরবস্তী শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর পুলক দে, রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শফিউল আজম, কবি ও রাঙামাটি বেতারের গীতিকার হাসান মনজু, তবলছড়ি বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি হাজী মোঃ আবু নাছের বিপ্লব সহ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বদিউল আলমের কন্যা ইফাত জাহান জুলি।
উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, রাঙামাটি জেলার রাজনীতিতে বদিউল আলম ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। ৭৫ পরবর্তী সময়ে ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অপরিসীম। রাঙামাটি আওয়ামীলীগকে সুসংগঠিত করতে তার অবদান ছিল অনস্বীকার্য। এই প্রজন্ম যাতে বদিউল আলমকে ভুলে না যায় তাই তার স্মৃতিতে এই টুর্নামেন্ট। শুধু এই বছরই নয় প্রতিবছর এই টুর্নামেন্ট আয়োজন করা আহবান জানান বক্তারা।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বি.এম স্পোর্টিং ক্লাব ও রাঙ্গুনীয়া খেলোয়াড় সমিতি। নির্ধারিত সময়ের পরেও কোন গোল না হওয়ায় গোলশূন্য অবস্থায় ড্র হয় ম্যাচটি। ম্যান অব দ্য ম্যাচ মনোনীত হন বি.এম স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক উখাই মং মারমা।
টুর্নামেন্টে চারটি গ্রুপে মোট ১২টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।