জিয়াউল জিয়া
রাঙামাটির জুরাছড়িতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে আটক সুনীল কুমার চাকমা’র দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার উদ্যোগে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এই কর্মসূচি পালন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা সভাপতি মো. হাবীব আজম এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি’র) কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবুর রহমান মজিব, রাঙামাটি জেলা কমিটির সহ-সভাপতি কাজী জালোয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক হুমায়ন কবির।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি’র) কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবুর রহমান মজিব বলেন, পাহাড়ে কোন নারী নির্যাতনের শিকার হউক এটা আমরা চাই না। কিন্তু আমরা দেখতে পাই পাহাড়ে বিভিন্ন সময় ধর্ষণের ঘটনায় বিভিন্ন নারীবাদী সংগঠনকে মাঠে দেখা গেলেও এই ঘটনায় তাদের কোন কর্মসূচি দেখা যায়নি। সংগঠনগুলো জাতিগত পরিচয়ের মাধ্যমে কর্মসূচি আসলেই নিন্দনীয়। ধর্ষক বা অপরাধীর কোন জাতিগত পরিচয় থাকতে পারে না।
উল্লেখ্য যে, গত ২৯ সেপ্টেম্বর রাঙামাটি জেলায় জুরাছড়ি উপজেলা সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ঐদিন জুমার নামাজের সময় অভিভাবকরা বাড়ির বাইরে থাকায় খালি ঘরে একা পেয়ে বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণ করার সময় স্থানীয়রা হাতে নাতে সুনীল কুমার চাকমা নামে একজনকে আটক করে। এই ঘটনায় ভিকটিম কিশোরীর পিতা বাদি হয়ে জুরাছড়ি থানায় মামলা দায়ের করে। বর্তমানে আসামী জেল হাজতে রয়েছে।