খাগড়াছড়ি প্রতিনিধি ॥
শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়িতে সার্বজনীন মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা সদরের পানখাইয়াপাড়া বটতলা থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে দশবল বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়। এতে হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা অংশ নেন। এরআগে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এসময় আরো বক্তব্য রাখেন সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, পুলিশ সুপার মোঃ নাইমুল হক, বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটির আহবায়ক সন্তোাষিত চাকমা বকুল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যান মিত্র বড়–য়া।
উল্লেখ্য, বুদ্ধ পূর্ণিমার এই দিনে ত্রি-স্মৃতি বিজড়িত মহামানব গৌতম বুদ্ধ জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভ করেন।