মাহমুদুল হাসান,বাঘাইছড়ি
রাঙামাটির বাঘাইছড়িতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় কাচালং কলেজ মাঠে মতবিনিময় সভার আয়োজন করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। আগের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এই উপজেলা আওয়ামীলীগেরই সভাপতি,মতবিনিময় সভায় তিনিও উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি উপস্থিত থেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনস্বার্থে গৃহীত ও বাস্তবায়িত কর্মসূচিসহ পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং পার্বত্য চট্টগ্রামসহ দেশের সার্বিক উন্নয়নে আওয়ামীলীগ সরকার বার বার দরকার উল্লেখ করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামীলীগ সরকারের উপর আস্থা রাখার আহবান জানান তিনি।
সাজেক ইউনিয়ন পরিষদের সচিব বিশ্বজিৎ চক্রবর্ত্তীর সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, পৌর মেয়র জমির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও সাগরিকা চাকমা, কাচালং সরকারি কলেজ অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, ইউপি চেয়ারম্যানদের পক্ষে ভূপতি রঞ্জন চাকমা, হেডম্যানদের পক্ষে বিশ্বজিৎ চাকমা। স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রিয় নন্দ চাকমা। উপকারভোগীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রতিবন্ধী ভাতা প্রাপ্ত শাক্যবোধি চাকমা, বয়স্কভাতা প্রাপ্ত আহমদ সৈয়দ এবং মুজিব বর্ষের উপহার আশ্রয়নের ঘর প্রাপ্ত কুলসুমা আক্তার।
উপকারভোগীরা বলেন, আমরা যারা গৃহহীন আছি মাননীয় প্রধানমন্ত্রীর ঘর ও জায়গা উপহারের পর এখন সন্তানদের নিয়ে মাথা গোজার ঠাঁই হয়েছে, বর্তমান সরকার বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদান করে আসছে তাই আমরা অনেক খুশি এবং আওয়ামীলীগ সরকার আবারো সরকারে আসুক তাদের চাওয়া।
সভাপতির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, বর্তমান সময়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে যেসকল সুবিধা রয়েছে তা শুধু সরকারের কর্মসূচি বলা যাবে না। কারণ এর আগে অনেক সরকার ক্ষমতায় ছিলো কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এত কর্মসূচি কেউ বাস্তবায়ন করেনি। তাই এই সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও আওয়ামীলীগকে নির্বাচিত করার আহবান জানান।
বাঘাইছড়ি উপজেলার আট ইউনিয়ন ও পৌর এলাকার প্রায় ৭-৮ হাজার উপকারভোগীরা সভায় অংশগ্রহণ করেন।
বিশাল এই সমাবেশে দূর-দুরান্ত হতে আগত উপকারভোগীদের জন্য শরবত বিতরণ ও ফ্রি চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদানের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ বাঘাইছড়ি উপজেলা শাখা।