মিশু মল্লিক
বৃষ্টি মাথায় নিয়ে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। রবিবার সকালে রাঙামাটিতে ঝুম বৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন প্রথম দিনের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা। সঙ্গে তাদের অভিভাবকরাও পড়েছেন সন্তানদের নিয়ে বিড়ম্বনায়।
রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এইচএসসি পরীক্ষা। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করারও নির্দেশনা আছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। কিন্তু অনেকেই কেন্দ্রের কাছে আসার আগে পড়েছেন বৃষ্টির কবলে।
কেউ ব্যক্তিগত যানবাহনে এলেও বেশিরভাগ শিক্ষার্থী বাস, সিএনজি করে কেন্দ্রে এসেছে। কিন্তু প্রবল বৃষ্টির কারণে গাড়ি থেকে নামতে ভিজে গেছেন অনেকে।
এদিকে রবিবার সকালে জেলায় মোট ১২টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। এবার রাঙামাটিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৭২৯ জন। এরমধ্যে এইচএসসি (ভোকেশনাল) ২৭০ জন ও আলিম ১১৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
সকাল থেকে ঝুম বৃষ্টি উপেক্ষা করেই সকাল থেকে পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে পরীক্ষার্থীরা। নির্ধারিত সময়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশের পর সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। বৃষ্টি মাথায় নিয়ে কেন্দ্রের বাইরে অভিভাবকদের অপেক্ষা করতে দেখা যায়।