বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সদস্য সংগ্রহ ২০২৩<ইং এবং বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বৃষকেতু চাকমা রাঙামাটি জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ সভাপতি ও রাঙ্গামাটি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাওয়াল উদ্দিন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সম্পাদক মনোনীত হওয়ায় সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বৃষকেতু চাকমা, অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাওয়াল উদ্দিন।
বাঘাইছড়ি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আবু নাসের এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরে আলম খোকন। অন্যন্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের উপদেষ্টা দিলীপ কুমার দাশ, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জমির হোসেন, রাঙামাটি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি তাপস দাশ সহ অঙ্গ ও সহযোগী সংঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রানখেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান। সভার শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযোদ্ধে নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এর আগে বৃষকেতু চাকমার বাঘাইছড়ি আগমনে মোটরসাইকেল শোভাযাত্রা ও ফুল দিয়ে বরন করে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শতাধীক নেতাকর্মীরা।
বৃষ কেতু আর শাওয়ালকে সংবর্ধনা দিলো বাঘাইছড়ি স্বেচ্ছাসেবকলীগ
Previous Articleবিজু’র ফুল ভাসলো জলে,শ্রদ্ধায়-স্মরণে-প্রার্থনায়
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.