ঝুলন দত্ত, কাপ্তাই
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দূর্গম সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলের বেকার তরুনদের কারিগরী শিক্ষা প্রদানের মাধ্যমে কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনস্থ জুরাছড়ি উপজেলার দূর্গম পানকাটা বিওপি‘র ব্যবস্থাপনায় গত ১৮ আগস্ট হতে ৪ (চার) সপ্তাহব্যাপী জেনারেটর প্রস্তুতি এবং বৈদ্যুতিক ওয়েলডিং এর উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলেই সফলতার সাথে উত্তীর্ণ হয়। সোমবার (৯ সেপ্টেম্বর) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া, পদাতিক সমাপনী ভাষণ প্রদান করেন।
বক্তব্যে তিনি জানান, “বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক এর নির্দেশনা ‘বিজিবি হবে সীমান্তে নির্ভরতার প্রতীক ‘ এই মূল মন্ত্রকে সামনে রেখে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক চার সপ্তাহের উক্ত প্রশিক্ষণ পরিচালনা করা হয়। সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য তিনি অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীদের আন্তরিক অভিনন্দন জানান।
তিনি বলেন “কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সীমান্তে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের তরুণ ও যুব সমাজকে কর্মমুখী করে দেশীয় অর্থনীতিতে অবদান রাখার সম্ভাবনা তৈরির জন্যই ছিল এর অন্যতম উদ্দেশ্য। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান নিয়মিত অনুশীলনের মাধ্যমে কর্মক্ষম রাখা এবং বাস্তব কর্মজীবনে প্রয়োগের মাধ্যমে অধিকতর সাফল্য বয়ে আনার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সমাপনী বক্তব্য শেষ করেন। এ সময় অধিনায়ক শিক্ষার্থীদেরকে বিষয়োক্ত প্রশিক্ষণের সনদপত্র এবং ওয়েল্ডিং ও বৈদ্যুতিক কাজের জন্য বিভিন্ন টুলস সামগ্রী প্রদান করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ হতে বিজয় চাকমা এবং স্থানীয় জনসাধারনের পক্ষ হতে মেম্বার লক্ষীলাল চাকমা বক্তব্য প্রদান করেন । এসময় তারা দূর্গম সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে এ ধরনের জনকল্যানমূলক কার্যক্রম পরিচালনার জন্য কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) তথা বর্ডার গার্ড বাংলাদেশকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও ভবিষ্যতে এধরনের জনকল্যানমূলক কার্যক্রম চলমান রাখার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ এর নিকট সবিনয় অনুরোধ করেন।
বেকার তরুনদের কারিগরী প্রশিক্ষণ দিলো কাপ্তাই বিজিবি
কাপ্তাই
2 Mins Read
Previous Articleসাবেক মেয়র জমিরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
Next Article কাপ্তাই স্পিলওয়ের নিচে কর্ণফুলি নদীতে মাছ ধরার উৎসব
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.