জয়নাল আবেদীন, কাউখালী
পাহাড়ে বসবাসরত ক্ষুদ্রনৃগোষ্ঠিদের মধ্যে মারমাদের প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই। বাংলা নতুন বছরকে বরণের এই উৎসবকে কেন্দ্র করে মারমা পাড়াতে বইছে জলোৎসবের জোয়ার। মারমারা পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে এই জলোৎসবের আয়োজন করে। বিগত বছরের দুঃখ, অপশক্তিকে দূর করে, ধুয়ে মুছে দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় এই জলোৎসবের মাধ্যমে। এটি মারমাদের প্রধান সামাজিক অনুষ্ঠান হওয়ায় পালন করা হয় জাকজমকভাবে। এই আনন্দে মেতে উঠে পাহাড়ের মানুষ।
শুক্রবার বিকেলে উপজেলার বেতবুনিয়া মারমা ছাত্র ও যুুবসমাজের আয়োজনে বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহাঃ সাংগ্রাই রিঃলং পোয়েঃ ও পূর্ণমিলনী ২০২৪ জল উৎসব উদযাপন করা হয়।
বেতবুনিয়া মারমা ছাত্র ও যুুবকদের আয়োজিত এই জমকালো উৎসবের উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, এসময় উপস্থিত ছিলেন- কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান অংচাপ্রু মারমা ও এসএম চৌধুরী, ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজিব চন্দ্র কর, বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক ও শিক্ষাবিদ ক্যাথোয়াই মারমা, আওয়ামীলীগ নেতা ক্যাচিং মং মারমা, বেতবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংক্যজ চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি অভিমং চৌধুরী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় জলোৎসবে মেতে উঠে কয়েকহাজার মারমা তরুণ তরুনী, বাদ যায়নী বয়ষ্করাও। সকলের একটি প্রত্যাশা এই জল উৎসবের মাধ্যমে পাহাড়ে শান্তি ফিরে আসুক।