নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাউখালী উপজেলার চাঞরি বাজারে হাটবারে আসা আওয়ামীলীগের নেতাকর্মীদের ব্যাপক মারধর করেছে একদল রাজনৈতিক দুর্বৃত্ত। সকালে এই হামলার ঘটনার পর বিকালে তাদের হামলায় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ব্যাপক মারধরের শিকার হয়ে আব্দুল মান্নান নামে শ্রমিকলীগের এক নেতাও নিহত হয়েছেন। বুধবার বিকেলে রাউজানের চারা বটতল চৌধুরী মার্র্কেট এলাকায় রাস্তার পাশ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শ্রমিকলীগ নেতা আব্দুল মান্নান(২৭) কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক। সে সুগারমিল ডাকবাংলো এলাকার জনৈক কবির আহাম্মদের ছেলে বলে জানা যায়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ শ্রমিকলীগ নেতাকে হত্যার বিষয়টি স্বীকার করে বলেছেন বলেছেন ঘটনাস্থল রাউজান থানার অধিনে হওয়ায় সে থানায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
একাধিক সূত্র জানিয়েছে, বুধবার বেতবুনিয়া চাঞরী বাজারের সাপ্তাহিক হাটের দিন ছিলো। এ দিন সকালে একদল রাজনৈতিক কর্মী বাজারে পণ্য ক্রয় বিক্রয় করতে আসা হেলাল উদ্দিন(৫৮), তৈয়ব হোসেন ঝুনু (৫২),উক্যচিং মারমা (৩৫),ব্যবসায়ী প্রদীপ দে (৬০), সেলুনের দোকানদার রাজীব শীল (৪২) কেও ব্যাপক মারধর করে। আহতরা পালিয়ে জীবন রক্ষা করেন এবং দূরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।
এ ব্যাপারে কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী জানান, একদল সন্ত্রাসী এদিন বাজারে আসা নিরিহ রাজনৈতিক কর্মী,সাধারন পাহাড়ী ও অন্যান্যদের উপর গণহারে মারধর শুরু করে। তাদের প্রহারে অন্তত ৭ জন আহত হয়েছে। অনেকে বিক্রি করতে আনা পণ্য ফেলে জীবন বাঁচাতে পালিয়ে যায়। তিনি এই ঘটনার বিচার দাবি করেন। এর আগে গত ৬ আগষ্ট কাউখালীতে বিএনপির নেতাকর্মীদের হামলায় শহীদুল ইসলাম রনি নামে ছাত্রলীগের আরেক কর্মী নিহত হয়। আওয়ামীলীগ সভাপতি,শান্তিপূর্ণ কাউখালীতে রাজনৈতিক সহিংসতা বন্ধে সকলের সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয়রা বলছেন, গত ৫ আগষ্ট সরকার পতনের পর পর কাউখালী ও বেতবুনিয়া এলাকা থেকে আওয়ামীলীগের প্রায় সকল নেতা কর্মীরা এলাকা থেকে পালিয়ে যায়। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত একদল দৃর্বৃত্ত বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে বিভিন্নজনকে মারধর করতে থাকলে অন্যত্র সরে যাওয়ার চেষ্টা করে বাজারে আসা শ্রমিকলীগ নেতা আব্দুল মান্নান। একটি সিএনজি অটোরিকশাতে করে রাউজানের দিকে রওনা হলে তাকে গোদারপাড় এলাকায় সিএনজিতে থেকে আটক করে ব্যাপক মারধর করে চারা বটতল এলাকায় ফেলে রেখে যায়।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা সেখান থেকে উদ্ধার করে রাউজানস্থ জেকে মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
নিহত আব্দুল মান্নানের ভায়রা কোরবান আলী ড্রাইভার জানিয়েছেন হাসপাতাল থেকে লাশ বেতবুনিয়ার সুগারমিল ডাকবাংলো এলাকার বাড়ীতে নিয়ে আসা হয়। নিহত আব্দুল মান্নানের বুকে এবং বাম হাতে জখমের চিহ্ন আছে। আব্দুল মান্নানের বাড়ী থেকে কাউখালী থানা পুলিশ লাশ রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে। পেশায় গাড়ী চালক আব্দুল মান্নানের দুই স্ত্রী দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।
কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, এই ঘটনার নিন্দা জানিয়ে বলছেন, এখন এমন অবস্থা অনেকেই আমাদের দলের নাম ভাঙ্গিয়ে অনেক কিছু করছে। আমরা আইনশৃংখলা বাহিনীর প্রতি বিনীত অনুরোধ করছি, তারা যেনো কঠোর পদক্ষেপ নেয়। আমরা কোনভাবেই কাউখালীর শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হোক এটা চাইনা। যারা শান্তিপূর্ন এলাকাতে অশান্তি সৃষ্টি করছে তাদের খুজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
কাউখালী উপজেলা যুবদলের সভাপতি মোঃ মোমিনুল করিম, এই ঘটনায় আমাদের সংগঠনের কেউ জড়িত নয়। তবে যে বা যারাই ঘটনার সাথে জড়িত হোক না কেনো,দোষীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হোক,নির্দোষ কেউ যেনো ভিক্টিম না হয়। আমরাও চাই কাউখালীর শান্তিপূর্ণ পরিবেশ বহাল থাকুক।
কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর জানিয়েছেন, নিহতের লাশ তার বাড়ী থেকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পোষ্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। তিনি জানিয়েছেন ঘটনাস্থল রাউজান থানা এলাকায় হওয়ায় পরবর্তীতে সেখানে মামলা দায়ের করা হবে।
প্রসঙ্গত, এর আগেও ৬ আগষ্ট সরকার পতনের পরদিন কাউখালী উপজেলা সদরে ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম সুমনকে পিটিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। এনিয়ে রাজনৈতিক হামলায় গত ৫ আগষ্টের পর আওয়ামীলীগের সহযোগি সংগঠনের ২ নেতা নিহত হলো পার্বত্য এই জেলায়। এছাড়াও জেলা আওয়ামীলীগের কার্যালয় পুড়িয়ে দেয়াসহ পুরো জেলায় প্রায় শতাধিক আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেয়া,ভাংচুরের ঘটনা ঘটেছে। মারধরের শিকার হয়েছেন অনেকেই।
বেতবুনিয়ায় শ্রমিকলীগ নেতাকে পিটিয়ে হত্যা,বাজারে আসা লোকজনকে মারধর
Previous Articleরাঙামাটিতে বৈষম্য ও সন্ত্রাসবিরোধী মহাসমাবেশ অনুষ্ঠিত
Next Article খাগড়াছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.