‘বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সরকারীভাবে পার্বত্য চট্টগ্রামে প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত সকল প্রাথমিক বিদ্যালয়গুলো তদারকী করা সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে বেসরকারী সংস্থাগুলোকে এগিয়ে আসার আহবান জানান। বেসরকারী সংস্থাগুলো এগিয়ে আসলে পার্বত্য চট্টগ্রামের প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত হবে’ বলে মন্তব্য করেছেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো: মফিজুল ইসলাম।
তিনি রোববার রাঙামাটিতে স্থানীয় উন্নয়ন সংস্থা “হিলি সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(এইচএসডিও)’র সহযোগিতায় এবং সুশাসনের জন্য প্রচারাভিযাস-সুপ্র’র আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার উপর সামাজিক নিরীক্ষা কার্যক্রমের প্রাপ্ত তথ্যাদি নিয়ে এক মত বিনিময় সভা’য় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
ওই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব ত্রিরতন চাকমা এবং সুপ্র জেলা কমিটির সম্পাদক মি. ললিত সি চাকমা। এছাড়াও সুপ্র জেলা কমিটির সভাপতি জনাব মো: ওমর ফারুকের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় স্বাগত বক্তব্য রাখেন এইচএসডিও’র প্রধান নির্বাহী জনাব মো: কামরুজজামান। একই সাথে তিনি সামাজিক নিরীক্ষার প্রাপ্ত তথ্যাদি উপস্থাপন করেন। এরপর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মুক্ত আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে সুপ্র’র সহযোগীতায় এইচএসডিও পরিচালিত সামাজিক নিরীক্ষায় প্রাপ্ত তথ্যাবলি অত্যন্ত বাস্তব সম্মত হয়েছে বলে মত দেন। তিনি আরও বলেন যে এধরণের কার্যক্রম আরও ব্যাপকভাবে পরিচালনা করা দরকার।
সভা শেষে এইচএসডিও’র প্রধান নির্বাহী জনাব মো: কামরুজজামানকে আহবায়ত করে ৯ সদস্য বিশিষ্ট একটি পর্যবেক্ষক কমিটি গঠন করা হয়। পর্যবেক্ষক কমিটি বিভিন্ন প্রাথমিক স্কুলের সমস্যা ও সীমাবদ্ধতা পর্যবেক্ষণ করে তা সুপারিশ আকারে দায়িত্বরত জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষকে জানাবেন এবং শিক্ষা কর্তৃপক্ষ সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১লা সেপ্টেম্বর থেকে ১লা অক্টোবর পর্যন্ত গবেষণার সময়কালে রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় অন্তর্ভূক্ত ২টি স্কুল এবং উপজেলার অন্তর্ভূক্ত ১টি করে ইউনিয়নের ২টি স্কুল মোট ৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ গবেষণা পরিচালিত হয়।
সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র,রাঙামাটির জেলা প্রচারাভিযান সহায়ক সুনেন্টু চাকমা সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
‘বেসরকারী সংস্থাগুলো এগিয়ে আসলে পাহাড়ে প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত হবে’
পার্বত্য উন্নয়ন
2 Mins Read
Previous Articleখাগড়াছড়িতে চাকমা অভিধান কর্মশালা
Next Article একতা হকার্স সমিতির শীত বস্ত্র বিতরণ
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.