ডেস্ক রিপোর্ট
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৪) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে (এনেক্স ভবন) জেলা উন্নয়ন কমিটির সভা নবনিযুক্ত চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো: রিজাউল করিম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসকের প্রতিনিধি,আঞ্চলিক পরিষদের প্রতিনিধি, নিযুক্ত সদস্যবৃন্দ ও জেলার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
আলোচনার শুরুতে সভাপতি উপস্থিত সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় বিভিন্ন বিভাগের বিভাগীয় উন্নয়ন মুলক কার্যক্রমগুলি সঠিক সময়ে সম্পাদন করার জন্য নির্দেশনা প্রদান করেন এবং বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বির্নিমাণে সকলের সহযোগিতা কামনা করেন। এ ব্যাপারে সরকারের সকল উন্নয়ন কার্যক্রম শতভাগ বাস্তবায়নের জন্য আলোচনার মাধ্যমে সার্বিক সহযোগিতা করারও আশ্বাস প্রদান করেন।
আলোচনা সভা শুরুর আগে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন এবং চেয়ারম্যানের পক্ষ হতে আলোচনা সভায় উপস্থি’ত বিভাগীয় প্রধানকে ফুলেল শুভে”ছা জানান।
এসময় পরিষদের নবগঠিত কমিটি ও জেলার সকল বিভাগের কর্মকর্তাগণ স্ব-স্ব পরিচিতি ও প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি তুলে ধরেন।