নিজস্ব প্রতিবেদক, দীঘিনালা
পাহাড়ের ঐতিহ্যবাহি বৈসাবি উৎসবের প্রস্ততি চলছে ঘরে ঘরে। এর মধে জেলার দীঘিনালায় ত্রিপুরাদের “বৈসু” উৎসব ঘিরে ১০দিন ব্যাপি নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যবাহি খেলাধুলার উদ্বোধন করা হয়েছে। আগামীকাল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সকল জনগোষ্ঠীর ছয় দিনব্যাপি “বৈসাবি” উৎসব উৎযাপনের উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি।
বৃহস্পতিবার উপজেলার পোমাংপাড়া মাঠে জুনুতি ত্রিপুরা স্মৃতি পাঠাগারের উদ্যোগে খেলাধুলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্থানীয় ইউপি সদস্য ঝিনু রায় পোমাং এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংস্যুইপ্রæ চৌধুরী অপু। উপজেলার হাজারো ত্রিপুরা জনগোষ্ঠীর অংশগ্রহণে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান এবং জুনুতি ত্রিপুরা পাঠাগারের পৃষ্ঠপোষক কার্তিক ত্রিপুরা।
অনুষ্ঠান উদ্বোধনের সময় ঐতিহ্যবাহি ঘিলা খেলায় অংশ নিয়ে খেলার উদ্ভোধন করেন প্রধান অতিথি। পরে ঐতিহ্যবাহি গড়িয়া নৃত্য, বোতল নৃত্যসহ সাংস্তৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
জুনুতি ত্রিপুরা পাঠাগারের পৃষ্ঠপোষক কার্তিক ত্রিপুরা জানান, বৈস্যু অনুষ্ঠিত হবে ১২, ১৩ ও ১৪ এপ্রিল। এর আগে ১০দিন ব্যাপি নিজস্ব সংস্কৃতি ও বিভিন্ন খেলাধুলার প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। সর্বশেষ পুরস্কার বিতরনের মধ্য দিয়ে সমাপ্ত করা হবে।
অপরদিকে দীঘিনালা বৈসাবি উৎযাপন কমিটির আহŸায়ক বোয়ালখালি (সদর) ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা জানান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬দিন ব্যাপি উৎসব পালন অনুষ্ঠানের উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি। ৬দিনব্যাপি নিজস্ব সংস্কৃতির সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।