মো. ইসমাইল, পানছড়ি ॥
আসন্ন ভারতের তীর্থ যাত্রা বা পৌষ মেলাকে কেন্দ্র করে খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।
এতে অতিরিক্ত উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়, পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসীম উদ্দিন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় নেতাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক বলেন, প্রতি বছরের মতো এবারেও ভারতে তীর্থ যাত্রা বা পৌষ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় যাওয়া নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আপত্তি থাকছে শুধুমাত্র অবৈধভাবে এক দেশ হতে অন্য দেশে প্রবেশ করার ক্ষেত্রে। আপনারা বৈধ পথে যান, তাতে আমাদের কোনো আপত্তি নেই। অবৈধ পথে কেউ আসতেও পারবেও না, যেতেও পারবে না। অবৈধভাবে কোনওভাবে সীমান্ত পার হওয়া যাবে না।
আপনারা জানেন সীমান্তে এখন কড়া নজরদারি চলছে। সীমান্ত রক্ষাকারী বাহিনীরা তাদের দায়িত্ব গুরুত্ব সহকারে সবসময়ের মতো করে পালন করে আসছে। এবারেও তার ব্যতিক্রম হবে না। বরং এর চাইতে আরো বেশি নজরদারি অব্যাহত থাকবে। জনপ্রতিনিধি, ধর্মীয় গুরু, হেডম্যান, কার্বারির মাধ্যমে এলাকার সকলকে এই বিষয়ে সচেতন করতে হবে।
এদিকে পানছড়ি-খাগড়াছড়ি সড়ক ও সংস্কারের বিষয়ে জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান জানান, টেন্ডার প্রক্রিয়া একটি লম্বা সময়ের কাজ। এটিতে সময় প্রয়োজন। আমি আজকেও সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীর সাথে কথা বলেছি। তিনি জানালো পানছড়ি সড়ক টেন্ডার প্রক্রিয়ায় আছে। শীঘ্রই এর কাজ শুরু হবে।