আলীকদম প্রতিনিধি ॥
বান্দরবানের আলীকদম উপজেলায় গত শুক্রবার থেকে মাঝারি আকারের বৃষ্টিপাত শুরু হলেও শনিবার দিবাগত রাত থেকে ভারি বর্ষণ শুরু হয়েছে। ভারি বর্ষণের ফলে আলীকদম মাতামুহুরী ও তৈনখাল নদীসহ সকল ধরনের জলাশয়ে পানি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে উপজেলার নিম্ন অঞ্চলগুলো পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়ে এবং বৃষ্টির পানি জমে প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে।
এদিকে বৃষ্টিপাত অব্যাহত থাকলে নিম্নবর্তী লামা উপজেলায় বন্যা সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।
আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম জানান, বৃষ্টিপাত গত কয়েক দিনের তুলনায় বৃদ্ধি পাচ্ছে। মাতামুহুরী নদীর পানি এখনো বিপদসীমা অতিক্রম করেনি। তবে বৃষ্টিপাত থেমে না গেলে বন্যা হয়ে উপজেলায় আবারো ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।