ওমর ফারুক মুছা, লংগদু
দূর্যোগ দুর্দিনে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পেলেন রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল। মঙ্গলবার সশস্ত্র দিবস উপলক্ষে লংগদু সেনা জোনের প্রীতিভোজ অনুষ্ঠানে শেষে এ সম্মাননা স্মারক প্রদান করেন লংগদু সেনা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিফাতুজ্জাকের ।
এসময় আরো উপস্থিত ছিলেন ৩৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এ এস এম আজিম উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, লংগদু জোনের মেজর খালেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,লংগদু থানা অফিসার ইনচার্জ ইকবাল উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, হেডম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, গত ২৩ সেপ্টেম্বর মাইনীমূখ গাঁথাছড়া ব্রিজের নিচ দিয়ে একটি টুরিস্ট ট্রলার যাওয়ার সময় বৈদ্যুতিক তারের সাথে শর্ট লেগে পানিতে পড়ে যায় মোঃ ছামাদুল ইসলাম। তাকে উদ্ধারে লংগদু ফায়ার বিগ্রেডে পর্যাপ্ত সরাঞ্জাম না থাকায় তাৎক্ষণিক উদ্ধার সম্ভব হয়নি। পরের দিন ৩৮ আনসার ব্যাটালিয়নে অধিনায়ক এ এস এম আজিম উদ্দিন এর নেতৃত্বে আনসারের চৌকস টিম সহ কামাল হোসেন কমলের সাহসী ভূমিকার কারণে ছামাদুলের মৃত দেহ উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল মাইনীমূখ বাজারে অগ্নি কান্ডের ঘটনা, বাইট্টাপাড়া বাজারে অগ্নি কান্ড নিয়ন্ত্রণে অক্লান্ত পরিশ্রম ও সাহসী ভূমিকা রাখেন। এর জন্য তাকে লংগদু সেনা জোনের পক্ষ থেকে এ সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
সম্মাননা স্মারক পেয়ে কামাল হোসেন কমলের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আমি তো সম্মাননার জন্য কাজ করিনি। আমি মানুষ হিসেবে আমার যে দায়িত্ব আছে তাই পালন করার চেষ্টা করেছি। তবে সম্মাননা স্মারক আমাকে কাজে আরো উদ্বুদ্ধ করবে। তিনি আরো বলেন, যতদিন বেঁচে থাকবো ততদিন যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি সে দোয়া করবেন সবাই।
ভালো কাজের সম্মাননা পেলেন মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কমল
রাঙামাটি
2 Mins Read
Previous Articleবৈঠা হাতে কে হবেন রাঙামাটির নৌকার মাঝি ?
Next Article সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে লংগদু জোনের প্রীতিভোজ
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.