শংকর হোড় ॥
কোনও জাতির ভাষা ও সংস্কৃতি বিলুপ্ত হয়ে গেলে সে জাতির পরিচয়ও বিলুপ্ত হয়ে যায়। আর এই উপলব্ধি থেকে বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ভাষা সংরক্ষণের উদ্দেশ্যে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাতৃভাষায় শিক্ষা কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। রাঙামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষার মাধ্যমে পাঠদান বিষয়ক শিক্ষকদের সাত দিনব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার উপজেলা রিসোর্স সেন্টারে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
চেয়ারম্যান আরো বলেন, একসময় আমাদের পূর্বসূরিরা মাতৃভাষায় কথা বলার সময় ১০ভাগ বাংলা শব্দ ব্যবহার করতেন। কিন্তু কালক্রমে সেটা বর্তমানে ৪০-৫০ভাগ এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতে যা আরো বাড়বে। তিনি বলেন, স্মার্টের নামে আমরা যাতে নিজেদের ভাষা ও সংস্কৃতিকে হারিয়ে না ফেলি সেদিকে সতর্ক থাকতে হবে। তিনি প্রশিক্ষণ নিতে আসা শিক্ষকদের উদ্দেশে বলেন, যদি আপনার ভাষা রক্ষার জন্য আপনার আন্তরিকতা কিংবা দায় না থাকে তবে কোনও উদ্যোগ এতে কাজে আসবে না। ইতোমধ্যে আমরা সাতটা জনগোষ্ঠীর শব্দভান্ডার নিয়ে পুস্তক প্রকাশ করেছি, ভবিষ্যতে এই শব্দভান্ডার আরো সমৃদ্ধ করা হবে। বর্ণমালা থাকলে কোনও ভাষায় বিলুপ্ত হবে না বলে তিনি মন্তব্য করেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও প্যারাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত রঞ্জন চাকমার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য প্রিয়নন্দ চাকমা, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাকটর আবদুল হালিম চৌধুরী, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইকরাম উল্লাহ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) জগদীশ চাকমা।
বক্তারা বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান শিক্ষার্থীদের আন্তরিকতার সাথে প্রয়োগ করতে হবে। প্রশিক্ষণ নেয়ার পর এই বিষয়ে গুরুত্ব দেয়া না হলে তবে নিজেদের মাতৃভাষা নিজেদের অবহেলায় বিলুপ্ত হয়ে যেতে পারে। বক্তারা আরো বলেন, চাকমা ও মারমাদের ভাষা শেখানো জরুরি নয়, কারণ তারা জন্মের পর থেকেই মাতৃভাষায় কথা বলে। তবে তাদের মূল সমস্যা হলো বর্ণমালা না শেখা, আর সেই কাজটাই শিক্ষকদের আন্তরিকতার সাথে করতে হবে, তবেই নিজের জাতিসত্তার পরিচয় পৃথিবীর বুকে যুগের পর যুগ টিকে থাকবে।
প্রশিক্ষণে ৩০ প্রাথমিক শিক্ষক অংশ নেন। এছাড়া জেলার দশ উপজেলায় এই প্রশিক্ষণ কার্যক্রম এদিন শুরু হয়েছে।