নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর(ভিসি) নিয়োগের দাবিতে রাঙামাটি শহরের বনরূপায় প্রধান সড়কের ওপর দেড় ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বেলা ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই কর্মসূচি পালন করে। প্রধান সড়কের ওপর শিক্ষার্থীরা অবস্থান করায় এসময় রাঙামাটি শহরে যান চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ থাকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যান চলাচল।
শিক্ষার্থীরা এসময় বলেন, ভিসি-প্রো ভিসি পদত্যাগের পর গত চার মাস ধরে ভিসিবিহীন রয়েছে বিশ্ববিদ্যালয়। এতে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক, প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। ঠিকমতো হচ্ছে না ক্লাস, পরীক্ষা। নামমাত্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম হচ্ছে। এতে শিক্ষাজীবনে পিছিয়ে পড়তে হচ্ছে। বৃহস্পতিবারের মধ্যে ভিসি নিয়োগ না দিলে শিক্ষার্থীরা আরো বড় আন্দোলনে যাওয়ার হুমকি দেন।
এদিকে সড়ক অবরোধের পর শিক্ষার্থীদের সাথে দেখা করে কথা বলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রুহুল আমিন, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সাহেদ উদ্দিন। এছাড়া জেলা বিএনপি’র সভাপতি দীপন দেওয়ান দীপু’র নেতৃত্বে বিএনপি’র কয়েক নেতাকর্মী এসময় শিক্ষার্থীদের সাথে কথা বলেন। কয়েকদিনের মধ্যে ভিসি নিয়োগের আশ্বাস দেন তারা। গাড়ি চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রুহুল আমিন বলেন, শিক্ষার্থীরা ভিসি নিয়োগের দাবিতে সড়কে অবস্থানের পর তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে ভিসি নিয়োগের বিষয়ে আশ^স্ত করার পর তারা সড়ক থেকে অবস্থান কর্মসূচি সরিয়ে নেয়। শিক্ষা মন্ত্রণালয়ের আমরা বিষয়টি জানিয়েছি। আশা করছি ২-৩দিনের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভারয়েন্ট সায়েন্সের চেয়ারম্যান ও জরুরি প্রশাসনিক-আর্থিক ও একাডেমিক কাজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ড. নিখিল চাকমা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি দরকার। আগের ভিসির পদত্যাগের পর থেকেই ভিসি না থাকায় আমি জরুরি প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক দায়িত্ব পালন করে আসছি। কিন্তু প্রায় পাঁচ মাস ধরে ভিসি না থাকা একটি প্রতিষ্ঠানের জন্য বিরাট সমস্যা। আমরা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিরাও ভিসি নিয়োগের জন্য নানাভাবে যোগাযোগ করছি। শিক্ষার্থীদেরও এটা বলেছি। কিন্তু শিক্ষার্থীরা যে আজ বিশ্ববিদ্যালয়ের বাস নিয়ে গিয়ে সড়ক আটকে দিয়েছে এটা আমরা তাদেরকে না করেছিলাম, কিন্তু তারা জোর করে নিয়ে গেছে বাস। আমি জানিই না বিষয়টি। পরে আমাকে পরিবহন পুল থেকে জানানো হয়েছে। এটা ঠিক হয়নি।’