সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘‘চাঁদের হাসি স্বাস্থ্য সেবা” নামে এক এনজিও প্রায় তিন মাস আগে কাপ্তাই উপজেলায় তাদের কার্যক্রম শুরু করে। প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার জন্য কাপ্তাইয়ের শিলছড়িতে দুই বছর মেয়াদে একটি অফিসও ভাড়া করা হয়। এতে উপজেলা প্রকল্প পরিচালক বা কর্মকর্তা ও ইউনিয়ন অফিসার বা সমন্বয়কারী হিসেবে নিয়োগপ্রাপ্ত হন যথাক্রমে কিরণ চাকমা ও আবুমং মারমা। অনুসন্ধানে দেখা যায়, গত ২৯ জানুয়ারি দৈনিক পূর্বদেশ পত্রিকায় চাঁদের হাসি স্বাস্থ্য সেবাতে নিয়োগসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এর ফলে ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৯জন স্বাস্থ্যসেবিকা বা স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হয়। যাদের প্রত্যেকের কাছ থেকে পাঁচ হাজার টাকা জামানতস্বরূপ গ্রহণ করা হয়। মাঠপর্যায়ে প্রত্যেক স্বাস্থ্যসেবিকাকে প্রতি মাসে ৩০০টি স্বাস্থ্যকার্ড বিক্রয়ের টার্গেট দেয়া হয় এবং প্রতি স্বাস্থ্যকার্ডের মূল্য ১০০/- টাকা নির্ধারণ করা হয়। এলাকার দরিদ্র জনসাধারণ যারা ১০০/- টাকার বিনিময়ে স্বাস্থ্যকার্ড কিনবেন শুধুমাত্র তারাই বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ পাবেন এই মর্মে সদস্য ভর্তি করা হয়। এ ব্যাপারে ‘চাঁদের হাসি স্বাস্থ্য সেবা’ নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী রিনা তঞ্চঙ্গ্যা জানান, তিনি পাঁচ হাজার টাকা জামানত দিয়ে পাঁচ হাজার টাকা বেতনে ওয়ার্ড স্বাস্থ্যসেবিকা হিসেবে নিয়োগ পেয়েছেন। তাঁকে ৩০০টি স্বাস্থ্যকার্ড বিক্রয়ের টার্গেট দেয়া হয়। প্রথম মাসে ১৬টি কার্ড বিক্রয় করে এক হাজার ছয়শত টাকা পাইলেও স্বাস্থ্যকার্ড বিক্রয়ের টার্গেট পূরণ হয়নি বলে বেতন পাননি। তার জামানতের টাকা ফেরত চাইলে তিনি এখনও পর্যন্ত জামানতের পাঁচ হাজার টাকা ফেরত পাননি। এভাবে ওয়ার্ড স্বাস্থ্যকর্মী অনন্ত তঞ্চঙ্গ্যা, পপি তঞ্চঙ্গ্যা, রমেশ তঞ্চঙ্গ্যাসহ প্রত্যেক স্বাস্থ্যকর্মী সাথে প্রতারণা করা হয় এবং বর্তমানে ‘চাঁদের হাসি স্বাস্থ্য সেবা’ কার্যক্রম বন্ধ রয়েছে। এ ব্যাপারে ‘‘চাঁদের হাসি স্বাস্থ্য সেবা’ এর উপজেলা প্রকল্প পরিচালক কিরণ চাকমা এর সাথে ফোনে (মোবাইল নম্বর- ০১৮২১৯২৮৭৩৮) যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ইউনিয়ন অফিসার আবুমং মারমা এর সাথে ফোনে (মোবাইল নম্বর- ০১৭৫৭৩৩৩৬৫৯) যোগাযোগ করা হলে তিনি চাকরি ছেড়ে দিয়েছেন বলে জানান। পরবর্তীতে ‘চাঁদের হাসি স্বাস্থ্য সেবা’ এর নির্বাহী পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন রানা এর সাথে ফোনে (মোবাইল নম্বর- ০১৮১৩৯২৫৫৭১)যোগাযোগ করলে তিনি উপজেলা প্রকল্প পরিচালক ও ইউনিয়ন অফিসারের সাথে যোগাযোগ করতে বলেন।
এ প্রসঙ্গে ইউনিয়ন চেয়ারম্যান অংলাচিং মারমা জানান, এ ব্যাপারে এখনও পর্যন্ত কেউ অভিযোগ দেননি। অভিযোগ পাওয়া মাত্রই তিনি আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানান।
ভুয়া এনজিও’র নাম ‘চাঁদের হাসি’ !
পার্বত্য উন্নয়ন
2 Mins Read
Previous Articleপর্যটনের উন্নয়নে শীঘ্রই নতুন পরিকল্পনা
Next Article গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিষদে ললিত সি চাকমা
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.