নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি শহরের ভেদভেদি এলাকায় আগুনে পুড়েছে একটি বসতঘর। শনিবার দুপুরে বজ্রপাত হলে এই ঘরে আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শিরা জানায়। ভেদভেদি মাবুদ কলোনীর দিনমজুর আবদুল খালেকের বাসায় এই আগুন লাগে। পরে রাঙামাটি ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক মোঃ দিদার জানায়, দুপুরে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। লোকজন বজ্রপাতের কারণে আগুনের সুত্রপাত বললেও মূলত এটি বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগে। একটি বসতঘর পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান চল্লিশ হাজার টাকা বলে জানান তিনি।