নিজস্ব প্রতিবেদক:
প্রতি বছরের ন্যায় এবারও ভেদভেদী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ভেদভেদীতে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ভেদভেদী শেখ রাসেল স্মৃতি পাঠাগারে বাংলা নববর্ষ উদযাপন পরিষদের এক জরুরি সভার আয়োজন করা হয়।
জরুরি সভায় ভেদভেদী স্পোর্টিং ক্লাবের প্রধান প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল মাওলার সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন ভেদভেদী স্পোর্টিং ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা এইচ এম আলাউদ্দীন। এতে ভেদভেদী স্পোর্টিং ক্লাবের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ভেদভেদীতে বাংলা নববর্ষ উদযাপন পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে আহবায়ক এইচ এম আলাউদ্দীন, যুগ্ম আহবায়ক আরিফুল মাওলা, আনন্দ বড়ুয়া, রুপন দে, তাপস বড়ুয়া, ইকবাল হোসেন, সদস্য সচিব-মেহেদী হাসান, অর্থ সচিব আজগর আলী এবং সদস্য রাশেদ, ওয়াসিম, মানিক, নিজাম উদ্দীন, এনামুল হক বাঁচা, শিমুল দাশ, রুবেল মল্লিক, ইসমাইল হোসেন বিপ্লব, রেজাউল করিম রিপন, মো. ওয়াসিম (২), সূর্য কুমার চাকমা, রিটন চাকমা, সুমন বড়ুয়া, শাহাদত হোসেন, সাইফুল হাসান, রনি ঘোষ, রুবেল দেব, রুপম দে, মিশুক দেবনাথ, মো. ইউসুফ, নাজিম উদ্দীন, নেসার, জিকু দাশ, রনি হোসেনকে দায়িত্ব প্রদান করা হয়।
জরুরি সভার মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। এতে আনন্দ শোভাযাত্রা, ঐতিহ্যবাহী পান্তা ভোজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করার পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়।