সাইফুল হাসান
ভেদভেদী বাজারে সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তির কামনা এবং আহতদের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে দুর্ঘটনাস্থলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় নিহত দুইজনের আত্মা শান্তি কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়। এসময় বলা হয়, নিহত ও আহতরা যে ধর্মের হোক না কেনো তারা সকলে মানুষ। মানুষ হয়ে মানুষের এমন মৃত্যু কোনওভাবে কাম্য নয়। যারা নিহত হয়েছে তাদের আত্মা যেনো শান্তি হয় এবং যারা আহত অবস্থায় এখনো হাসপাতালে রয়েছে তারা যেনো দ্রæত সুস্থ হয় সে প্রার্থনা করি।
এসময় ভেদভেদী বাজার সমবায় সমিতি সভাপতি নিখিল পাল, সাধারণ সম্পাদক মাসুদুল হক বদরুল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ মঞ্জুরুল আলম সহ বিভিন্ন ধর্ম, বর্ণ ও জাতির মানুষ এবং বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শনিবার দুপুরে ভেদভেদী বাজারে সিএনজি চালিত অটোরিক্সা ও বাসের সংঘর্ষে দুইজন নিহত এবং চারজন আহত হন।