আসন্ন পানছড়ি উপজেলা পরিষদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে সেজন্য জনস্বার্থের কথা বিবেচনা করে চলমান পানছড়ি বাজার বয়কট কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইউপিডিএফ পানছড়ি ইউনিট।
গতকাল ৭ মে ২০২৪ মঙ্গলবার ইউপিডিএফ পানছড়ি ইউনিটের প্রধান সংগঠক অপু ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় উক্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।
আজ বুধবার থেকে বয়কট স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানান তারা।
সভায় আসন্ন পানছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, পার্টি হস্তক্ষেপমুক্ত, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে। ( প্রেস বিজ্ঞপ্তি)