নিজস্ব প্রতিবেদক
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ বর্জন করেছে এমনটা দাবি করে রাঙামাটিতে জনগণকে ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ করেছে জেলা যুবদল। বুধবার বিকেলে রাঙামাটি শহরে এই লিফলেট বিতরণ করা হয়। শহরের সমতাঘাট এলাকা থেকে বনরূপা বাজারের মোড় পর্যন্ত এ লিফলেট বিতরণ করে যুবদল।
কেন্দ্রীয় যুবদলের উপজাতি বিষয়ক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েমের নেতৃত্বে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুন্নবী, সহ-সভাপতি আব্দুল মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দিন, নগর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা, সদর থানা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, সদস্য সচিব সাজ্জাদ হোসেন রহিমসহ জেলা, নগর, সদর থানা, ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যুবদলের উপজাতি বিষয়ক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম বলেন, জনগণের কাছে আমাদের অনুরোধ ছিল ৭ জানুয়ারি একতরফা ও জনগণের সাথে তামাশার ভোট বর্জন করার জন্য। জনগণ আমাদের ডাকে সাড়া দিয়ে ভোট বর্জন করেছে। কেন্দ্রে কেন্দ্রে ভোটারবিহীন চিত্রই বলে দেয় আমাদের ডাকে জনগণ সাড়া দিয়েছে। আওয়ামীলীগ তাদের দলীয় ক্যাডারদের মাধ্যমে প্রশাসনকে ব্যবহার করে জাল ভোট প্রদান করে নিজেরাই নিজেদের জয়ী ঘোষণা করেছে। যেহেতু জনগণ আমাদের ডাকে সাড়া দিয়েছে, তাই জনগণকে ধন্যবাদ জানিয়ে আমরা লিফলেট বিতরণ করছি। জনগণের সমর্থন ছাড়া এই অবৈধ সরকার বেশিদিন ক্ষমতা টিকবে না।