মহালছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় সারাদেশে বিএনপি-জামাতের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে ৩০ জুলাই রোববার সন্ধ্যা ৭ টায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় হতে শুরু করে মহালছড়ি বাজার ও উপজেলা সদর এলাকা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ করে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এর সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি রতন কুমার শীল।
প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন ছাত্রলীগ, বঙ্গবন্ধু সৈনিকলীগ,যুবলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামাতেরা সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করার পাঁযতারা করে চলেছে। আওয়ামীলীগ কোনভাবেই এ নৈরাজ্য সৃষ্টি করতে দেবে না। সর্বসাধারনকে সাথে নিয়ে যে কোন কিছুর বিনিময়ে হলেও আওয়ামীলীগ তা প্রতিহত করার ঘোষণা দেন বক্তারা।