নিজস্ব প্রতিবেদক, মহালছড়ি
খাগড়াছড়ির মহালছড়িতে প্রতিপক্ষের গুলিতে দুই ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন। এরা হচ্ছেন রবি কুমার চাকমা (৬৪) ও বিমল চাকমা (৫৫)। এই দুই ইউপিডিএফ সদস্যকে প্রতিপক্ষের লোকেরা গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইউপিডিএফ নেতৃবৃন্দ। বুধবার সকাল ছয়টার দিকে মহালছড়ির দুরছড়ি নামক গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তিন ইউপিডিএফ সদস্য রবি কুমার চাকমা (৬৫), শান্ত চাকমা ওরফে বিমল (৫২) ও রহিন্তু চাকমা ওরফে টিপন (৩২) সেখানে অবস্থান করছিলেন বলে দাবি করেছে ইউপিডিএফ।
হামলায় তিন জনের মধ্যে রবি কুমার চাকমা ও শান্ত চাকমা (বিমল) মারা গেছে বলে ইউপিডিএফ’র পক্ষ থেকে নিশ্চিত করেছে।। রহিন্তু চাকমা নামের একজন এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন ইউপিডিএফ’র জেলা সংগঠক অংগ্য মারমা। এ ঘটনায় ইউপিডিএফ’র প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জনসংহতি সমিতিকে(এমএন লারমা) দায়ী করেছে।
জনসংহতি সমিতি (এমএন লারমা) মহালছড়ি থানা শাখার সাংগঠনিক সম্পাদক সমর চাকমা ঘটনার সাথে জেএসএস এর কোন সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন। ইউপিডিএফের আভ্যন্তরীণ কোন্দল থেকে এ ঘটনা ঘটতে পারে বলে মনে করেন তিনি।
এ বিষয়ে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে দুই জনের মরদেহ পাওয়া গেছে। কে বা কারা এঘটনা ঘটিয়েছে তার কোন কিছুই জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী রয়েছে। মরদেহগুলো থানায় এনে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে ফেরত দেওয়া হবে।